logo

রক্তসংকট দূরীকরণে তৎপর স্বাস্হ্য দপ্তর

রায়গঞ্জ, ৩০ এপ্রিলঃ তীব্র তাপমাত্রায় দিশেহারা অবস্হা। চলছে চরম রক্ত সংকট। শিবির নেই। উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর উদ্বিগ্ন। থ্যালেসেমিয়া রোগী থেকে গর্ভবতী মায়েরা রক্ত সমস্যায় ধুকঁছে। এমতাবস্থায় স্বাস্থ্য দপ্তর জেলা পর্যায়ে মিটিং এ সিদ্ধান্ত নিল আগামীতে উত্তর দিনাজপুর জেলার সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন ক্লাব এবং প্রতিষ্ঠানদের সাথে বসে রক্ত সমস্যার সমাধান করা হবে। ব্লকে ব্লকে রক্তদান শিবির করার উদ্যোগ নেওয়া হবে। এদিনের মিটিং এ জেলার মুখ্যস্বাস্হ্য আধিকারিক ডাঃ পূরণ শর্মা, ডেপুটি স্বাস্হ্য আধিকারিক ডাঃ মলয় আদক, মেডিক্যাল কলেজ হাসপাতাল এর আধিকারিক ডাঃ প্রিয়ঙ্কর রায় , মেডিক্যাল অফিসার ডাঃ চন্দনা পাত্র এবং ডাঃ দেবারতি অধিকারী প্রমুখ। জানা যায়, মায়েদের মধ্যে ৮৪% অ্যানামিয়া, ৫০০জন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এছাড়া আছে গর্ভবর্তী মায়েরা, কিডনী রোগী, ক্যান্সার রোগী, অপারেশন রোগী। আছে পাশের জেলা ও বিহার রাজ্যের রোগীদের জন্য প্রতিনিধি ৭০ থেকে ৮০ ব্যাগ রক্তের দরকার হয়। সেখানে শিবির না হলে সম্পূর্ণ রক্ত রোগী পরিবারকে জোগাার করতে হয়।

0
0 views